, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সড়ক দুর্ঘটনায় আহত ইসরাইলের উগ্রপন্থি নেতা

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৪ ১০:৪৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৪ ১০:৪৮:২৫ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত ইসরাইলের উগ্রপন্থি নেতা
এবার ইসরাইলের উগ্রপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
 
এদিকে ইসরাইলের পুলিশ বলেছে, দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা। ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারে যেসব মন্ত্রী রয়েছেন তার মধ্যে বেন গভির সবচেয়ে উগ্রপন্থি।

তিনি মুসল্লিদের পবিত্র আল-আকসা মসজিদে অবৈধভাবে একাধিকাবার প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেছেন। এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায়ই বিভিন্ন বিতর্কিত কথা বলেন তিনি। বেন গভির গাজা থেকে ফিলিস্তিনের অন্যত্র সরিয়ে নেয়ার পক্ষে।

এছাড়া সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপনের পক্ষে চলা প্রচারণাকেও সমর্থন করেন তিনি। সম্প্রতি ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।
 
বিবিসি জানায়, শুক্রবার তেল আবিবে এক তরুণীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর সেখানে ছুটে যান বেন গভির। ওই এলাকা থেকে ফেরার পর দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
 
এদিকে ইসরাইলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান আবি বাইতন বলেন, মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ওই তরুণীর ওপর হামলা করেন। পরে ওই ব্যক্তিকে একজন গুলি করে নিরস্ত্র করেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান