এবার রাজধানীতে বইয়ের দোকানের কর্মচারী তৌফিকুর রহমানের (৪৫) গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী রেহানা বেগম। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ডেমরায় বাদশা মিয়া রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।
জানা গেছে, দ্বিতীয় বিয়ে করায় তৌফিকুরের ওপর ক্ষিপ্ত হয়ে প্রথম স্ত্রী রেহানা বেগম সকালের দিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর তিনি ঘুমিয়ে পড়লে তার গোপনাঙ্গ কেটে দেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।