, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আল হাসান মিলাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিকমানের সেবা দিয়ে যাচ্ছে

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ১১:৩১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ১১:৩১:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আল হাসান মিলাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিকমানের সেবা দিয়ে যাচ্ছে
বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারবেন বলে জানান তরুণ উদ্যোক্তা আল হাসান মিলাদ । আল হাসান মিলাদের প্রতিষ্ঠান গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ওয়েব হোস্টিং, ডেটা এন্ট্রি, ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া সেবা দিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল টেকনোলজি অফ বাংলাদেশ (International Technology of Bangladesh)।

আল হাসান মিলাদ বলেন, আমাদের দেশে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী উচ্চশিক্ষিত সৃষ্টি হচ্ছে, সেভাবে কিন্তু চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন ও উদ্যোগী হতে হবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে আইটি সেক্টর হতে পারে কর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনা। কারণ, পুরো পৃথিবীই এখন আইটির ওপর নির্ভরশীল এবং ভবিষ্যতে আইটি জ্ঞান ছাড়া মানুষ চলাফেরা করতে পারবে না, এর মূল কারণ হলো আরও এক দশক গেলে দেখবেন সব কিছু তথ্য প্রযুক্তির উপর নির্ভর।

বিডি২৪রিপোর্ট কে আল হাসান মিলাদ (Al Hasan Milad) বলেন, বর্তমানে বেশিরভাগই তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে চলতেছে।আমাদের উচিত আমাদের প্রজন্মকে ও আমাদের জুনিয়রদেরকে তথ্য প্রযুক্তি মুখী করে তোলা, কারণ যদিও এশিয়া মহাদেশ পশ্চিমা, ইউরোপীয় দেশ কিংবা চীন জাপানের মতো হয়ে উঠেনি তাই তথ্য প্রযুক্তির বিষয়টা আমাদের দেশের মানুষের ধারণা থাকলেও এত বেশি ধারণা নেই।তাই আমাদের উচিত আমরা আমাদের দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে, যে দেশ তথ্য প্রযুক্তির দিকে যতটা এগিয়ে সে দেশ ততটা উন্নত। এ ক্ষেত্রে আমাদের দেশের যেসব নারী ও পুরুষ আইটি ব্যবহার করে সফল উদ্যোক্তা হয়েছেন, তাঁদের উচিত হবে অন্যরাও যাতে এই খাতে সফল হতে পারেন, তার জন্য কাজ করা। কারণ, যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে,যেহেতু আমাদের দেশের চাকরি অবস্থা সংকট। এতে আমাদের দেশে রেমিট্যান্স ও বাড়বে আর চাকরির ও সংকট থাকবে না। তাছাড়া আমাদের দেশে সাধারণত চাকরি করলে আপনি ২০-২৫ হাজার টাকা বেতন পাবেন, কিন্তু আইটি বিষয়ে জ্ঞান থাকলে কিংবা যেকোনো ভালো আইটি প্রতিষ্ঠান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে কয়েকটি স্কিল করতে পারলে আপনি ২০ হাজার টাকা প্রতিদিন আয় করতে পারবেন এটা কোন কঠিন কাজ না আইটি ডিপার্টমেন্টে,কিন্তু এর জন্য দরকার যথেষ্ট  ধৈর্য ও স্কিল। আপনি যত বেশি স্কিল বাড়াবেন তত বেশি আপনার আয় বাড়বে। তাই উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে আমাদের তথ্য প্রযুক্তির দিকে আগ্রহ বাড়াতে হবে। 

নারীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে। পৃথিবী এখন আইটিনির্ভর হয়ে উঠছে, ফলে এই খাতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না।

আল হাসান মিলাদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেকনোলজি অফ বাংলাদেশে বর্তমানে মোট ৩৯ জন যুবক কাজ করছেন। যার মধ্যে রয়েছেন ফিলিপাইন, ভারত, নেপাল এবং আমেরিকান কয়েকজন যুবক। আল হাসান মিলাদের (Al Hasan Milad) প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেকনোলজি অফ বাংলাদেশ (International Technology of Bangladesh) দেশের ছাড়া ও আন্তজার্তিক সেলিব্রিটিদের নিয়ে কাজ করে যেমন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক,ফিল্ম ডিরেক্টর, প্রোডিউসার, খেলোয়াড়,এমপি, মন্ত্রী সহ বিশ্বের জনপ্রিয় কোম্পানিগুলো বাংলাদেশের এই প্রতিষ্ঠানের ক্লায়েন্ট লিস্টে রয়েছে।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী