, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৪ ০৪:২৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৪ ০৪:২৩:১৮ অপরাহ্ন
কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমে তেরা তিন ক্লাবের মধ্যে চলছে শিরোপা জয়ের কঠিন লড়াই। এই তালিকায় নেই চেলসি। তালিকার সেরা চারেও নেই তারা। এমতাবস্থায় একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে।

এদিকে ইনজুরিতে পড়ে মৌসুম থেকে একবারে ছিটগে গেলেন আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। 

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’
 
এদিকে কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে। 

আসন্ন কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী