, সোমবার, ০৬ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শেরপুরে বন্যহাতির আক্রমণে ছিন্নভিন্ন কৃষক ওমরের দেহ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৪ ১১:৩৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৪ ১১:৩৮:৫৯ পূর্বাহ্ন
শেরপুরে বন্যহাতির আক্রমণে ছিন্নভিন্ন কৃষক ওমরের দেহ
এবার শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রী (৫০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন। তার ছিন্নভিন্ন মরদেহ পাওয়া যায়।
 
গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

এদিকে স্থানীয়রা জানান, ওমর মিস্ত্রী রাতে তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। অন্যসময় আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই ধানক্ষেতে অবস্থান করছিলেন।

রাত ৯ টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে হঠাৎ ওমর মিস্ত্রীর ওপর আক্রমণ চালায়। পায়ে পিষ্ট করে ওমর মিস্ত্রীর পেটের ভুঁড়ি ও মাথার মগজ বের করে ফেলে হাতির দল।
 
এদিকে স্থানীয়রা ওমর মিস্ত্রীকে এলাকায় দেখতে না পেয়ে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা পরিদর্শনে যান। বনবিভাগের মধুটিলা রেঞ্জার রফিকুল ইসলাম হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
গত ৫ বছরে সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়েও এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা: টিআইবি

গত ৫ বছরে সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়েও এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা: টিআইবি