, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুযোগ পেলে সিনেমাও করতে চান সাকিব

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৪ ০৭:২০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৪ ০৭:২০:০৭ অপরাহ্ন
সুযোগ পেলে সিনেমাও করতে চান সাকিব
বাংলাদেশের ক্রিকেট জগতে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুর দিকেই ক্রিকেটারের পাশাপাশি উদ্যোক্তার পরিচয় লাগিয়েছিলেন নিজের নামের পাশে। বিজ্ঞাপনের মডেল কিংবা অভিনেতা হিসেবেও প্রায়শই দেখা যায় তাকে।

সুযোগ থাকলে সিনেমাতে অভিনয় করার ইচ্ছেও আছে এই তারকা ক্রিকেটারের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেন সাকিব আল হাসান। সেসময় সিনেমা করার ইচ্ছে আছে কিনা

এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আসলে এই ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্য কথা বলতে আমার কাছে মাঝেমধ্যে হাসি পায় যে মানুষ কতরকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না। যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।’

বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।’

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন সাকিব। আগামীকাল তার দেশে ফেরার কথা। এরপর শেখ জামালের জার্সিতে সুপার লিগে দুটো ম্যাচে খেলে যোগ দেবেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সিরিজের শেষ তিন ম্যাচে পাওয়া যাবে তাকে।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব