জনপ্রিয় ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া এখন নিত্যনৈমত্ততিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আধুনিক ক্রিকেটে এমন সব ঘটনা ঘটছে যা আগে কখনো কল্পনাও করা যেত না। সম্প্রতি এমনই এক ঘটনার জন্ম দিলেন ইন্দোনেশিয়ার এক নারী ক্রিকেটার।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচে মঙ্গোলিয়ার ব্যাটিং অর্ডার একাই গুড়িয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার রোমালিয়া। একাই ৭ উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।
তবে ৭ উইকেট নেয়াটাই মুখ্য বিষয় নয়। ৩ ওভার ৩ বল বোলিং করে কোনো রানই দেননি তিনি। আর তাতে পুরুষ এবং নারী ক্রিকেটের সব রেকর্ডবুক তছনছ করে বিরল রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ০ রানে ৭ উইকেট নেয়ার নজির এবারই প্রথম।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫১ রান করে ইন্দোনেশিয়া। ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনি ৪৪ বলে করেন ৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে রোমালিয়ার তোপে ২৪ রানের বেশি করতে পারেনি মঙ্গোলিয়া।
ইন্দোনেশিয়ার ১২৭ রানে জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন বিশ্বরেকর্ড গড়া রোমালিয়া। বোলিংয়ে ৭ উইকেট নেয়া রোমালিয়া ব্যাট হাতেও রান করেছেন। ১৫ বলে তার ব্যাট থেকে আসে ১৩ রান। রোমালিয়ার ৭ উইকেটের তিনটিতেই ক্যাচ ধরেন ইন্দোনেশিয়ার উইকেটরক্ষক ত্রি জানুয়ার্তি পেনু উইও।
এদিকে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। তারা হলেন- ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।