, সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


প্রবল বৃষ্টিতে ভেঙে গেল কারাগার, পালাল শতাধিক বন্দি

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৪ ০৬:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৪ ০৬:২৩:৫৬ অপরাহ্ন
প্রবল বৃষ্টিতে ভেঙে গেল কারাগার, পালাল শতাধিক বন্দি
এবার প্রবল বৃষ্টিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সুযোগে কারাগার থেকে পালিয়েছে শতাধিক বন্দি। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
 
প্রতিবেদন মতে, বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে রাজধানী আবুজার কাছেই সুলেজা এলাকার ওই কারা ভবনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। কারাগারের এক পাশের দেয়াল ভেঙে পড়ে। এই সুযোগে অন্তত ১১৮ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়।
 
পুলিশ এখন তাদের গ্রেফতারের চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদামা দুজা নামের এক কর্মকর্তা জানান, অভিযানে ১০ জনকে আটক করা গেছে। পুরোদমে অভিযান চলছে বলেও জানান তিনি।   
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ জিতলেই প্রত্যেক ক্রিকেটার পাবে এক লাখ ডলার

বিশ্বকাপ জিতলেই প্রত্যেক ক্রিকেটার পাবে এক লাখ ডলার