, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


আজ পার্পেল ক্যাপ নিজের করে নিতে পারবেন মুস্তাফিজ?

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৫২:৪১ অপরাহ্ন
আজ পার্পেল ক্যাপ নিজের করে নিতে পারবেন মুস্তাফিজ?
চলতি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৯তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চলমান আইপিএলে নিজেদের শুরুটা দুর্দান্ত ছিল চেন্নাইয়ের। কিন্তু হঠাৎ করে হোঁচট খেলে বসে তারা। এতে করে টেবিলের চারে নেমে যায় চেন্নাই। চেন্নাইয়ের মতো বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

সেই সঙ্গে প্রথম তিন ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থানটিও নিজের দখলে রেখেছিলেন। যদিও পরে যুজবেন্দ্র চাহালের কাছে শীর্ষস্থান হারান এ টাইগার পেসার। এখন পর্যন্ত মুস্তাফিজ ৬ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট শিকাররির তালিকায় রয়েছেন ৬ নাম্বারে। আজকের ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠে। তাই এই ম্যাচে একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

চিপকের এই মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট তুলে নেন টাইগার পেসার। আজকেও তাই টাইগার পেসার থেকে দুর্দান্ত কিছুই প্রত্যাশা থাকবে চেন্নাইয়ের। জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে এবারের আইপিএলের পুরো আসর খেলা হবে না ফিজের।  আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন ফিজ। ইতোমধ্যে জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অনুমিতভাবেই জায়গা পাননি মুস্তাফিজ। 

এদিকে আজকের ম্যাচে পার্পেল ক্যাপ নিজের করে নেয়ার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। যদিও কাজটি সহজ হবে না টাইগার পেসারের জন্য। তবে ঘরের মাঠ বলে সমর্থকদের বিশ্বাস রয়েছে তার প্রতি। কেননা ঘরের মাঠে খেলা ৩ ম্যাচ থেকে যে তিনি তুলে নেন ৮ উইকেট। এই মুহূর্তে পার্পেল ক্যাপের লড়াইয়ে শীর্ষে অবস্থান করছেন মুম্বাই ইন্ডিয়ানসের জাসপ্রিত বুমরাহ। তার সংগ্রহে রয়েছে ১৩ উইকেট।
গত ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার 

গত ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার