, শনিবার, ০৪ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ১০ জনের

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০২:০৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০২:০৩:৫২ অপরাহ্ন
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ১০ জনের
এবার মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে গণমাধ্যম দ্য সান অনলাইন জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে পেরাকের লুমুতে রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) ঘাঁটির কাছে মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম বলছে, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তাদের সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টার দুটির মধ্যে এইচওএমএম ৫০৩৩ মডেলটিতে সাতজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে।

এছাড়াও ফেননেক এম৫০২৬ মডেলের হেলিকপ্টারটিতে তিনজন ব্যক্তি ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে। এদিকে দেশটির ফায়ার এন্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায়।

তাদের মৃতদেহ সনাক্তকরণ প্রক্রিয়ার জন্য লুমুট টিএলডিএম বেস আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টার দুটির সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য নৌবাহিনী তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।