, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি: সহমর্মিতা ‘চিফ হিট অফিসারের’

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ১০:২৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ১০:২৩:২৭ পূর্বাহ্ন
মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি: সহমর্মিতা ‘চিফ হিট অফিসারের’
এখন সারাদেশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আজ ফের ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। গরমে কষ্ট পাওয়া এসব ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন।

গতকাল সোমবার (২২ এপ্রিল) একান্ত আলাপচারিতায় বুশরা আফরিন বলেন, সবাইকে আমি এটাই বলবো যে যতটুকু সম্ভব সচেতন থাকুন। আমরা অনেক কঠিন সময় পার করছি। প্রতিদিন মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি। আমি যতোই চাই রাতারাতি কোন কিছু পরিবর্তন করতে পারবো না। তাই আপাতত এই পরিস্থিতিতে নিজেদের শারীরিক অবস্থা নিয়ে সচেতন থাকতে হবে। 

তিনি আরও বলেন, সবাইকে পানি বেশি বেশি করে খেতে হবে। মহিলাদের ক্ষেত্রে এটি বেশি জরুরি। কারণ তারা ওয়াশরুমে যাবার ভয়ে পানি কম খেয়ে থাকে। আমাদের বুঝতে হবে এই তাপপ্রবাহ প্রাণঘাতীও হতে পারে। বাংলাদেশের ইতিহাসে এমন গরম কখনও হয়নি। এ কারণে অতীতে কী করেছি সেটা বাদ দিয়ে নতুন করে সচেতন হতে হবে।

এদিকে ‘চিফ হিট অফিসার’ বলেন, এ সব সচেতনতা দিয়ে আমরা ইতোমধ্যে একটি বুকলেট তৈরি করছি। সহজ বাংলা ভাষায় অনেক রকম ছবি দিয়ে আমরা এটি তৈরি করছি, এ বিষয়ে যেন যে কেউ সহজে বুঝতে পারে। মানুষ যদি সচেতন হন তবে এ যাত্রায় আমরা সুরক্ষিত থাকতে পারবো। এর মধ্যে রাজধানীতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা