, শুক্রবার, ০৩ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৮:৪৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০৮:৪৬:৫৬ অপরাহ্ন
ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের গোষণা দিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা।

তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি।

এদিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন গোয়েন্দা প্রধানের এই পদত্যাগ প্রত্যাশিতই ছিল।

কারণ শুধুমাত্র ৭ অক্টোবর হামাসের হামলাই নয়, বরং সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলা এবং এর জবাব দিতে ইসরায়েলে ইরানের ৩০০ টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক না হওয়ার দায়ও পড়েছে গোয়েন্দা বিভাগের ওপর।