, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৯:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৯:১৮:৫৪ অপরাহ্ন
কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার মীরগড়-ফকিরের হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত দু’জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম হাবিবকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী শামিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত হাবিব উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়ার জয়নাল আবেদিনের ছেলে। মিম একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দু’জনেই মীরগড় ময়েনউদ্দীন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন জানান, সকালে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হাবিব ও তার বন্ধু মিম বাসা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে পড়ে তারা। 
এতে হাবিব মাথা ও বুকে আঘাত পায়। আর শামিম হাত ও পায়ে আঘাত পায়। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস