এবার দ্বিতীয় ধাপের নির্বাচনের ১৬০ উপজেলায় মোট ২ হাজার ৫৫ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দেন।
এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে।
এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের ভোট হবে আগামী ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ৫ জুন। সব মিলিয়ে এবার ৪৮৫ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।