, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হালের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৮:৪১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৮:৪১:৫৭ অপরাহ্ন
হালের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী
খুব কম সময়ে গীতিকার হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সময়ের জনপ্রিয় গীতিকার সাইফুল বারী। এপর্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সহ নতুন শিল্পীদের কন্ঠে প্রকাশ পেয়েছে তার লেখা বিশটি মৌলিক গান। এরমধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে জনপ্রিয়তা।

সম্প্রতি এই গীতিকবি নিজের স্বপ্ন ও বাস্তবতার গল্প শেয়ার করেন।

সাইফুল বারীর জন্ম বেড়ে ওঠা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কান্তারপল্লী গ্রামে। ছোট বেলায় নিজের চেষ্টায় গান লেখা শুরু করলেও পরবর্তীতে জনপ্রিয় গীতকবি নীহার আহমেদের কাছে গান লেখার তালিম নেন। 

২০১৫ সালে সাইফুল বারীর লেখা প্রথম গান বাজারে প্রকাশিত হয়, কণ্ঠশিল্পী সজলের কন্ঠে গানটির শিরোনাম ‘মুর্শিদ আমি ভবঘুরে’।

সাইফুল বারী লেখা গানের তালিকায় রয়েছে, দুঃখ কোথায় থুই-কাজী শুভ, মন পাখিটা -রিংকু, স্বার্থপর- ফজলুর রহমান বাবু, ধর্ম কর্ম ভুলে- রাজু মন্ডল, মানলো না পোষ খাঁচার পাখি ও আমি পিরিতির লাশ- ইমন খান, নিঠুর পিরিতি- পূর্ণ মিলন, চোখের জলে নদী- বাউল আকাইদ, অন্তর পড়ে ও ফেরাবোনা আর- সানি আজাদ, অসুখ দিল বুকে- হাফিজ বাউল, ভবের মায়া- এস রুহুল, ভব সংসার- বিজন, দিয়ে গেলি ব্যথা- সজীব শান, পোড়া মন- পিজিত মহাজন, লয় না রে কেউ কোন খোঁজ- এন এ জিয়া, মন মন্দির- নকশী তাবাসসুম ইত্যাদি।

সাইফুল বারী লেখা গানের তালিকায় রয়েছে, দুঃখ কোথায় থুই-কাজী শুভ, মন পাখিটা -রিংকু, স্বার্থপর- ফজলুর রহমান বাবু, ধর্ম কর্ম ভুলে- রাজু মন্ডল, মানলো না পোষ খাঁচার পাখি ও আমি পিরিতির লাশ- ইমন খান, নিঠুর পিরিতি- পূর্ণ মিলন, চোখের জলে নদী- বাউল আকাইদ, অন্তর পড়ে ও ফেরাবোনা আর- সানি আজাদ, অসুখ দিল বুকে- হাফিজ বাউল, ভবের মায়া- এস রুহুল, ভব সংসার- বিজন, দিয়ে গেলি ব্যথা- সজীব শান, পোড়া মন- পিজিত মহাজন, লয় না রে কেউ কোন খোঁজ- এন এ জিয়া, মন মন্দির - নকশী তাবাসসুম  ইত্যাদি।

এছাড়া অপ্রকাশিত গানের মধ্যে সুকুমার বাউল, পূর্ণ মিলন, সানি আজাদ, পথিক উজ্জ্বল, যাযাবর পলাশ, এইচ পি হৃদয়, বিজনসহ আরো অনেক শিল্পীর কন্ঠে বেশ কয়েকটি গান, গানগুলোর শিরোনাম এখনও ঠিক করা হয়নি।

বারীর লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, দুঃখ কোথায় থুই, মন পাখিটা, ধর্মকর্ম ভুলে, নিঠুর পিরিতি, অসুখ দিলো বুকে অন্যতম।

জানতে চাইলে সাইফুল বারী বলেন, গান আমার ধ্যানজ্ঞান। গানের জন্যই জীবনের স্বাদ আহ্লাদ ত্যাগ করে ঢাকায় পড়ে রয়েছি। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছি। পাশাপাশি বারী ল্যাবস নামে একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। যতোদিন আছি গানের সাথেই থাকতে চাই। শেষ নিশ্বাস নেওয়ার আগেও যেন লিখে যেতে পারি সৃষ্টি কর্তার কাছে এই প্রার্থনা করি ।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন