, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইরানে ইসরায়েলের হামলায় জড়িত ছিল না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২০-০৪-২০২৪ ০৪:১৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৪ ০৪:১৭:০১ অপরাহ্ন
ইরানে ইসরায়েলের হামলায় জড়িত ছিল না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এবার ইরানের ইসরায়েলের পাল্টা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (১৯ এপ্রিল) ইরানের ইসরায়েলের হামলার পরই ওয়াশিংটন এমন মন্তব্য করল। 

এদিকে ব্লিঙ্কেন বলেন, আমাদের দৃষ্টি যেখানে, জি-৭ জোটভূক্ত দেশগুলোর দৃষ্টিও সেখানে। আমরা সবাই দুই দেশর মধ্যে উত্তেজন নিরসনে কাজ করছি। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, গতকাল বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা কয়েক দিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এ হামলাকে সমর্থন জানাইনি।’

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই এ হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েল। আজ শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।
 
এদিকে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের খবরে বলা হয়, মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ