, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে মুস্তাফিজের চেন্নাই

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৪ ০৭:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৪ ০৭:৫৭:৩৮ অপরাহ্ন
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে মুস্তাফিজের চেন্নাই
আজ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে চেন্নাই সুপার কিংস। দলে আনা হয়েছে দুই পরিবর্তন। তবে একাদশে থাকছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (১৯ এপ্রিল) আইপিএলের ৩৪তম ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চলতি আসরে সময়টা দারুণ কাটছে চেন্নাইয়ের। টানা দুই জয়ে আসর শুরুর পর যদিও কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। তবে শেষ দুই ম্যাচ জিতে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মুস্তাফিজরা। লখনৌর বিপক্ষে টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা।

একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। ড্যারিল মিচেলের জায়গায় সুযোগ পেয়েছেন মঈন আলী। আর শার্দুল ঠাকুরের জায়গায় ফিরেছেন দীপক চাহার। আগের ম্যাচে বেশ খরুচে থাকলেও টাইগার পেসার মুস্তাফিজে ভরসা রাখছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট।

মুম্বাইয়ের বিপক্ষে গত ম্যাচে ৪ ওভার বল করে ৫৫ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন তিনি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে যৌথভাবে চারে আছেন তিনি। পার্পল ক্যাপ দখলে নিতে তাকে এ ম্যাচে পেতে হবে ৪ উইকেট।
 
এদিকে টানা তিন জয়ের পর সবশেষ দুই ম্যাচে হেরেছে লখনৌ সুপার জায়ান্টস। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে যেকোনো মূল্যে চেন্নাইয়ের বিপক্ষে জয় চায় রাহুলের দল। টস ভাগ্যও সঙ্গ দিয়েছে তাদের। দলে আনা হয়েছে এক পরিবর্তন। শামার জোসেফের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট হেনরি।
 
চেন্নাই একাদশ:রাচিন রবীন্দ্র, রুতুরাজ গাইকওয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
 
লখনৌ একাদশ: কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টইনিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসিন খান ও ইয়াশ ঠাকুর। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান