, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাড়ে ৪ বছর পর ফিরে ২ বলেই শেষ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৪ ০৯:১৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৪ ০৯:১৮:১৪ পূর্বাহ্ন
সাড়ে ৪ বছর পর ফিরে ২ বলেই শেষ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ
অবশেষে প্রায় সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে বলই হাতে নিতে পারলেন না পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যে মাত্র ২ বলেই শেষ!

এদিন টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিং বেছে নেয়। ম্যাচ শুরুর আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থামার পর আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় ৫ ওভারে।
 
এদিকে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন পাকিস্তানি গতিতারকা শাহিন শাহ আফ্রিদি। শূন্য রানে বোল্ড করেন টিম রবিনসনকে। ২ রানে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে বন্ধ খেলা।

শেষ পর্যন্ত পাকিস্তানের এই দারুণ শুরুর ম্যাচটি পুরোপুরিই চলে গেছে বৃষ্টির পেটে। ২ বলেই পরিত্যক্ত হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচে পাকিস্তান তিনজনের অভিষেক করায়। তারা হলেন-উসমান খান, ইরফান খান ও আবরার আহমেদ।

এদিকে নিউজিল্যান্ডও একজনকে অভিষেক করায়। তবে অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে শূন্য রানের কলঙ্ক গায়ে লেগেছে টিম রবিনসনের।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান