, বুধবার, ০১ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে টিনের চাল, ব্যাপক ক্ষতি ফসলের

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০৫:০০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০৫:০০:২১ অপরাহ্ন
চট্টগ্রামে শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে টিনের চাল, ব্যাপক ক্ষতি ফসলের
এবার চট্টগ্রামের মিরসরাইয়ে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে ৫টায় শিলাবৃষ্টি হয়। এতে ঝরে পড়েছে অনেক গাছের আম। ক্ষতি হয়েছে বোরো ধান, মিষ্টিকুমড়া, টমেটোসহ বিভিন্ন ফসলের। ফুটো হয়েছে ঘরের চালের টিন।

এদিকে স্থানীয়রা জানান , ভোরে থেমে থেমে বড় আকৃতির শিলা ঝরেছে। এসব শিলার কোনো কোনোটির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত। শিলার আঘাতে বসতঘরের চালা ফুটো হয়ে গেছে অনেক পরিবারের।

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ভোরে বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি পড়েছে। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের কিছু ক্ষতি হয়েছে বলে শুনেছি। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড