, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সড়কে ঝরল জনপ্রিয় সংগীত শিল্পীর প্রাণ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১২:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১২:২৫:০৬ অপরাহ্ন
সড়কে ঝরল জনপ্রিয় সংগীত শিল্পীর প্রাণ
আজ সকালে সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গীতিকার, সুরকার ও জনপ্রিয় সংগীত শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গীত শিল্পী পাগল হাসান (৩৫) ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে সিএনজি যোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন সঙ্গীত শিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তবে সিএনজিটি যখন ছাতকের সুরমা সেতু এলাকায় আসে তখন গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজারের উদ্দেশে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি বাস সুরমা সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
এছাড়াও সিএনজিতে থাকা আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। তবে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান- আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়, জীবন খাতায় দাগ লাগাইয়াসহ প্রায় ৫ শতাধিক গান লিখেছেন। তার এই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু