এবার ভারতের গুজরাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি প্রাইভেটকারের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের আরোহী বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের নাদিয়াদ এলাকায়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (১৭ এপ্রিল) আহমেদাবাদ থেকে ভাদোদরা যাচ্ছিল ওই মারুতি সুজুকি গাড়িটি। পথিমধ্যে নাদিয়াদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় সেটি। দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রোল টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই আটজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর ৯৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেশাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাম লেনে দাঁড়িয়ে ছিল। তখন প্রাইভেটকারের চালক সময়মতো ব্রেক কষতে না পারায় ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগায় গাড়িটি।