, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা
এবার রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দিবাগত রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এই সময়ে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

সেজন্য গ্রাহকরা সাময়িক সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ধীরগতির মুখোমুখি হবেন। আজ বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে ওই একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

এদিকে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।
সর্বশেষ সংবাদ
আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম