, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২, বাড়তে পারে আরও

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ০৫:৩২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ০৫:৩২:১৭ অপরাহ্ন
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২, বাড়তে পারে আরও
এবার ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, মাইক্রোবাসসহ একাধিক গাড়ি।

সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে মাইক্রোবাসে থাকা শিশু নারীসহ ৭ জনের মৃত্যু হয়। ট্রাক-মাইক্রোবাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা।
 
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
সর্বশেষ সংবাদ
ফিলিপাইনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অনলাইনে ক্লাস

ফিলিপাইনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অনলাইনে ক্লাস