, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উরুগুয়েকে কাঁদিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ০৭:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ০৭:০৭:২৫ পূর্বাহ্ন
উরুগুয়েকে কাঁদিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
এবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল মাঠের লড়াই যেন চলতেই থাকে। পুরুষ কিংবা নারী, সব সময়ই কোনো না কোনো টুর্নামেন্টে মেতে থাকে দলগুলো। ইকুয়েডরে বসেছে কনমেবল অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।যেখানে গ্রুপ ‘এ’ তে খেলছে আর্জেন্টিনার মেয়েরা। 

গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়ে আলবিসেলেস্তেরা। ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ার দেশের মেয়েরা। ১৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার কিশি নুনেজ।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তিনবারের রানার্সআপরা। এর আগে, পেরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিলো আর্জেন্টিনার মেয়েরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের। 

এ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। তিন ম্যাচে তাদের পয়েন্ট নয়। দ্বিতীয় স্থানে তিন ম্যাচে তাদের পয়েন্ট চার। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট সংখ্যাও চার। উরুগুয়ে ও ইকুয়েডর সমান দুইটি করে ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি।  

এদিকে দুই ম্যাচের দুইটিতে জয় পেয়ে শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। আর্জেন্টিনা ছাড়াও চলমান এই টুর্নামেন্টে আরও অংশ নিয়েছে প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ইকুয়েডর। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান