, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজীপুরের মতো বাকি চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু  হবে: ইসি রাশেদা সুলতানা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৫:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৫:১৫:০২ অপরাহ্ন
গাজীপুরের মতো বাকি চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু  হবে: ইসি রাশেদা সুলতানা
গাজীপুরের মতো বাকি চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করবে ইসি। ভোটের সময় পরিস্থিতি ডিমান্ড করলে নির্বাচন কমিশন আরও কঠোর হবে।

সোমবার (২৯ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা সবসময় সুষ্ঠু নির্বাচন করতে চাই যেখানে ভোটার ভোট দিতে পারবে। নির্বাচনে সব দল অংশ নিলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যারা আসছেন না তারা আসুক।

জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। 

ইভিএমে ভোট করা সহজ এমন দাবি করে ইসি রাশেদা বলেন, সিসি ক্যামেরা ও ইভিএমে ভোট করতে পারলে খুবই ভালো হতো। তবে ব্যালটে ভোট সুষ্ঠুভাবে করতে আরও অনেক চিন্তাভাবনা করবে কমিশন। ব্যাপকভাবে কাজ করবে কমিশন। 

ইভিএম হয়নি বলে ভেঙে পড়লে চলবে না বলে মনে করেন ইসি রাশেদা।

তিনি বলেন, যা আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা করবে কমিশন। 

গাইবান্ধার মতো ভোট বন্ধের ক্ষমতা ইসির হাতেই থাকছে বলে জানান তিনি।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন