, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এ সপ্তাহে শুরু হচ্ছে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
এ সপ্তাহে শুরু হচ্ছে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে ফাইজার। এসব টিকা নির্দিষ্ট সংখ্যক মানুষকে বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে।  সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এসব টিকা দিয়ে ৬০ বছরের বেশি বয়সী মানুষকে চতুর্থ এবং ১৮ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেয়া হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি। তিনি বলেন, চলতি বছর এ পর্যন্ত এক হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যা গতবারের তুলনায় পাঁচগুণ বেশি।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল প্রস্তুত রয়েছে। হাড়াই হাজার নার্স-ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। জাহিদ মালেক বলেন, ডেঙ্গু সচেতনতায় শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। প্রচার প্রচারণার জন্য ব্যানার-পোস্টার তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। চিকিৎসা নিলে ডেঙ্গু রোগী ভালো হয়ে যাচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস