, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিসিবি থেকে সুসংবাদ পেল আইপিএলে উড়তে থাকা মুস্তাফিজ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৪ ০৯:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৪ ০৯:১৪:১৪ অপরাহ্ন
বিসিবি থেকে সুসংবাদ পেল আইপিএলে উড়তে থাকা মুস্তাফিজ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায়ও রয়েছেন তিনি। 

এবারের আইপিএলে মুস্তাফিজের অনাপত্তিপত্র দেয়া আছে ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ চলতি মাসের শেষ দিন পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি রয়েছে মুস্তাফিজের। তবে এবার তাকে আরও একদিন বেশি থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ১ মে নিজেদের দশম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচটিতে খেলতে পারবেন মুস্তাফিজ। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস দেশের একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মাসের শেষ দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে দলটি। এরপর ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। আসন্ন এই সিরিজে অংশ নিতেই আইপিএল থেকে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন মুস্তাফিজ। 
 
এদিকে বল হাতে দারুণ সময় পার করছেন দ্য ফিজ। চেন্নাইয়ের জার্সিতে ৫ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার এখন আছেন ৩ নম্বরে। সমান ১০ উইকেট নিয়েও ইকোনমি গড়ে এগিয়ে থেকে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুইয়ে আছেন যশপ্রীত বুমরা। ১১ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল। 
সর্বশেষ সংবাদ