, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো কাতার-কুয়েত: দাবি প্রেস টিভির 

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ০৩:৩০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ০৩:৩০:১৬ অপরাহ্ন
ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো কাতার-কুয়েত: দাবি প্রেস টিভির 
এবার দামেস্কে ইরানের কনস্যুলেটে ভবনে হামলা ও দুই জেনারেলসহ ১৩ জন নিহতের ঘটনায় ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলে হামলা করছে দেশটি। ইরানের এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমরা কোনো সংঘাত চাই না।

তবে আমাদের সেনাদের রক্ষা ও ইসরায়েলের নিরাপত্তায় ব্যবস্থা নিতে দ্বিধা করবো না। লয়েড অস্টিনের এমন বিবৃতির আগেই মার্কিন সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কাতার ও কুয়েত। ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা এবং বিমান ঘাঁটি ব্যবহার নিষিদ্ধ করেছে দেশ দুইটি। এমনটাই জানিয়েছে প্রেস টিভি। 

গতকাল শনিবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কাতার এবং কুয়েত উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্দেশ জারি করেছে যে, ইরানের উপর সম্ভাব্য বিমান হামলা চালানোর জন্য মার্কিন সেনাবাহিনীকে দুটি দেশের বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য তাদের আকাশসীমা পাওয়া যাবে না।

এদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান রয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিও পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি।

ওয়াশিংটন ইরানকে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা আক্রমণ করলে ইসরায়েলকে রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই এমন ইরান আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলে হামলা হলে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার পরামর্শ দিতে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’