, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ আইপিএলে মুস্তাফিজের কঠিন পরীক্ষা 

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ০৩:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ০৩:০১:৫৪ অপরাহ্ন
আজ আইপিএলে মুস্তাফিজের কঠিন পরীক্ষা 
চলতি আইপিএলের সাপেক্ষে সবচেয়ে বড় ম্যাচ আজ। বিগত ১৬ আসরের মাঝে ১০ আসরেরই শিরোপা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ঘরে। আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াইয়ে অবশ্য বাংলাদেশের ভক্তদের থাকবে বাড়তি নজর। এই ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে খেলতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।  

আজ মাঠে নামলে পঞ্চম ম্যাচ খেলা হবে তার। এর আগের চার ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। একই সঙ্গে এখন পর্যন্ত বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেটও (১০)। বাংলাদেশ দলের এই পেসার এবারের আইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। মুস্তাফিজের চেয়ে এগিয়ে থাকা যুজবেন্দ্র চাহাল (১১) ও যশপ্রীত বুমরা (১০) তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

আজ রোববার (১৪ এপ্রিল) মুম্বাই ও চেন্নাইর ম্যাচটি বাংলাদেশ সময় সময় রাত আটটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। হার্দিক-রোহিতরা ঘরের মাঠে তাঁদের সর্বশেষ দুই ম্যাচে কী করেছে, তা সবারই জানা। ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯৬ রান মুম্বাই তাড়া করেছে ১৫.৩ ওভারে। ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে মুম্বাই করেছে ৫ উইকেটে ২৩৪ রান।

মুস্তাফিজদের বিপক্ষেও আজ মুম্বাই খেলবে ব্যাটিং-স্বর্গে। মুম্বাইয়ের দলটাও যেন ভালো উইকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য আদর্শ। একই সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ছোট বাউন্ডারির সুবিধাতো রয়েছেই। আজ বোলারদের ‘মৃত্যুপুরী’তেই ভালো করতে হবে মুস্তাফিজকে।

এর আগে আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ১৪টি, ইকোনমি ৮.৮২। এই মাঠে মুস্তাফিজের সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট এসেছে সেই ২০১৬ সালে, আইপিএলে তার অভিষেক মৌসুমে।
 
এই মৌসুমে মুস্তাফিজের খেলা ৪টি ম্যাচের ৩টিই চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। মুস্তাফিজের ৯ উইকেটের ৮টিই এসেছে সেখানে-ইকোনমি ৬.৭৫, গড় (১০.১) ও স্ট্রাইক রেটও অবিশ্বাস্য (৯)। চেন্নাইয়ের মন্থর উইকেটে মুস্তাফিজের বোলিং যে খুবই কার্যকরী, তা স্পষ্ট। 

তবে বিশাখাপত্তনমে যেমন দিল্লির বিপক্ষে চেন্নাই ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এবারের আইপিএলে এটিই মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং। আজ চেন্নাইয়ের একাদশে থাকল মুম্বাইয়ের মাঠের পরীক্ষায় মুস্তাফিজ কেমন করেন, সেদিকে চোখ থাকবে সমর্থকদের।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা