, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশকে বাঁচাতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই: কাদের

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশকে বাঁচাতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই: কাদের
এবার বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
আজ রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে, তা ধারণ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতি এগিয়ে নিয়ে যাবো সোনার বাংলা অভিমুখে।
 
তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করেছিল, সেই অপশক্তি এখনো আছে। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বাঙালি সংস্কৃতি তারা সহ্য করতে পারে না।  তাদের চেতনা পাকিস্তান হৃদয়ে পাকিস্তান।

এ সময় ইসরাইলি হামলায় ফিলিস্তিনে শিশুদের মৃত্যুর তথ্য তুলে ধরে তিনি বাংলাদেশকে শিশুদের বাসযোগ্য করে তোলার আহ্বান জানান। 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ