, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


লিটন বসে আছে দেখতে ভালো লাগে না: সুজন

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৩ ০৬:২২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৩ ০৬:২২:২০ অপরাহ্ন
লিটন বসে আছে দেখতে ভালো লাগে না: সুজন
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) বাংলাদেশ থেকে খেলছেন দুই জন ক্রিকেটার। এর মধ্যে একজন লিটন দাস অন্যজন মুস্তাফিজুর রহমান। তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না দুজনের কেউই। অবশ্য মুস্তাফিজ চলতি আসরে দুই ম্যাচ খেললেও লিটন খেলেছেন কেবল ১ ম্যাচ। প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফেরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবশ্য আশা ছিল আরও সুযোগ পাবেন বাংলাদেশি ওপেনার।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের সুজন বলেছেন, কষ্টের একটা জায়গা তো অবশ্যই। লিটন যে মানের প্লেয়ার…হয়তো ওর জন্যও চাপের ম্যাচ ছিল যত বড় খেলোয়াড়ই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। আশা করেছিলাম হয়তো লিটন আরও সুযোগ পাবে। আমি জানি, সুযোগ পেলে মেলে ধরতে পারবে। ওই মানেরই প্লেয়ার সে। এটা (এক ম্যাচ দেখে বাদ) বাংলাদেশ বলেই কি না বা অন্য কোনো কারণে সেটা জানি না। টিম কম্বিনেশনের ব্যাপার আছে, হয়তো যে ছেলেটা এখন কিপিং করছে, লোকাল, বাড়তি একটা বিদেশি খেলাতে পারছে। আশা করছি যে লিটন আবার সুযোগ পাবে। এবং নিজেকে আরও মেলে ধরবে। তবে হ্যাঁ, একটু তো কষ্টের জায়গা। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না।

এদিকে নিজ দল আবাহনীতে লিটনকে না পাওয়ার আক্ষেপটাও আছে সুজনের। ক্লাব লেভেলেও অনেক দরকার ছিল লিটনের। ওকে মিস করছি। কিন্তু ক্লাব তো এত গুরুত্বপূর্ণ না। দেশ হলে অনেক বড় হবে।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ