, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়ল নেপালের ক্রিকেটার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৪ ০৯:৩৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৪ ০৯:৩৭:৪১ অপরাহ্ন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়ল নেপালের ক্রিকেটার
এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের। এবার তৃতীয় ব্যক্তি হিসেবে সে রেকর্ডে ভাগ বসালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। শনিবার (১৩ এপ্রিল) ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ম্যাচে এক ওভারে ৬ ছক্কা হাঁকান দিপেন্দ্র।

২১ বলে শেষ পর্যন্ত তিনি ৬৪ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এমন নজির আছে সাবেক প্রোটিয়া ব্যাটার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

এদিকে নেপালের ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। কাতারের কামরান খান বল হাতে, স্ট্রাইকে দিপেন্দ্র সিং। তার করা ৬টি বলেই ৬ ছক্কা হাঁকান নেপালি এ ব্যাটার। তার ২১ বলে খেলা ৬৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে নেপাল ২০ ওভারে ৭ উইকেটে করে ২১০ রান সংগ্রহ করে।

জবাবে কাতার ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয়। এতে করে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং ভারতের যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভাঙেন। গতবছরের সেপ্টেম্বরের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজের দখলে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষ পর্যন্ত যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে ৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন নেপালি এই ব্যাটার। এবার ৬ বলে ৬ ছক্কার বিরলতম রেকর্ডেও নাম লেখালেন। টানা ছয় ছক্কা সে ইনিংসেও মেরেছেন তিনি। তবে সেটা দুই ওভার মিলিয়ে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা