, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


ইরানের হামলার শঙ্কা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৪ ১০:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৪ ১০:০৫:০৫ পূর্বাহ্ন
ইরানের হামলার শঙ্কা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু
এবার ইসরায়েলে বড় হামলা পরিচালনা করতে যাচ্ছে ইরান, এমন শঙ্কা থেকে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু।

এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি। মূলত, ইরান ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে নিশ্চিত করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এই হামলায় শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহারও হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে এ হামলা হতে পারে।

মার্কিন কর্মকর্তারা আরো বলেছেন, ইরান ইসরায়েলের সেনাদের ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। তবে তারা এও জানিয়েছেন, শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারে।

তাদের মতে, হামলা ঠেকানো ইসরায়েলের জন্য একটি  চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে ইসরায়েল জানিয়েছে তারা আক্রমণাত্বক ও রক্ষণাত্বক উভয় ক্ষেত্রেই প্রস্তুত। গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির ২ জেনারেলসহ ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই হামলার প্রতিশোধ নিতেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ