, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৪ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৪ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
জনপ্রিয় ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর মাঠে গড়াবে ২০২৭ সালে। হাতে আছে তিন বছরের বেশি সময় থাকলেও শুরু হয়ে গেছে আসরকে ঘিরে পরিকল্পনা। ইতোমধ্যেই বিশ্ব আসরটির জন্য ৮ ভেন্যু চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বের অন্যতম মহোৎসব ওয়ানডে বিশ্বকাপ।

গত নভেম্বরে ভারতে শেষ হয়েছে এর ১৩তম আসর। তার পাঁচ মাস না যেতেই ১৪তম আসর নিয়ে শুরু হয়ে গেছে প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট মাঠে গড়াতে তিন বছরের বেশি সময় হাতে থাকলেও এখনই ৮ ভেন্যু চূড়ান্ত করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সাউথ আফ্রিকান নিউজ ২৪ ওয়েবসাইটকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি। তিনি বলেন, ‘বৈজ্ঞানিক কারণ বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে। বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় রাখা হয়েছে।’
 
আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভেন্যুর তালিকায় আছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জে’স পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।
 
তবে বাদ পড়েছে বেনোনি, পচেফস্ট্রুম ও কিম্বার্লির মতো স্টেডিয়ামগুলো। ২০০৩ সালের বিশ্ব আসরেও এ স্টেডিয়ামগুলোতে ম্যাচ আয়োজিত হয়েছিল। ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪ দল। টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা অক্টোবর-নভেম্বরে। রাউন্ড রবিন ও নক আউট পদ্ধতিতে আসরে মোট ম্যাচ খেলা হবে ৫৪টি। 
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন