, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছোটন সৎ ও পরিশ্রমী হলেও অপূরণীয় নয়: কাজী সালাউদ্দিন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০২:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০২:০৪:৪৫ অপরাহ্ন
ছোটন সৎ ও পরিশ্রমী হলেও অপূরণীয় নয়: কাজী সালাউদ্দিন
এবার সফল হলেও আর জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করতে চান না গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আলোচনার জন্য ডাকলেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য ছোটনের শূন্যস্থান অপূরণীয় মনে করছেন না। মেয়েদের ফুটবলে এখন পর্যন্ত সব আন্তর্জাতিক শিরোপা ছোটনের হাত ধরেই এসেছে।

তাই তার সরে দাঁড়ানোকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন ফুটবল অনুরাগীরা। এ ক্ষেত্রে বাফুফে সভাপতি ভাবছেন ভিন্নভাবে। একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন সরাসরি বলেছেন, 'ছোটন একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। কিন্তু সে ইরিপ্লেসেবল (অপূরণীয়) নয়।’ বাফুফে সভাপতি বরাবরই নারী ফুটবলের সাফল্যের জন্য কৃতিত্ব দিয়ে থাকেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে।

আরও একবার তিনি বলেছেন, ‘পল স্মলি ইজ ইরিপ্লেসেবল। স্মলি যদি আজ চলে যায়, মেয়েদের ফুটবল শেষ হয়ে যাবে। ছোটন ইরিপ্লেসেবল নয়।’ বাফুফে সভাপতি আরও বলেন, ‘আমি আজ (রোববার) ছোটনকে ফোন করেছি এবং সে বলেছে যে সে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারত। আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, দায়িত্ব ছাড়ার জন্য সেই সময়টাকে সে বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’

এদিকে সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনদের অবসর প্রসঙ্গে বলেছেন, 'আঁখি ব্যক্তিগত কারণে চীনে যাচ্ছে। আমি নিশ্চিত, স্বপ্নার চলে যাওয়ার পেছনেও একটি ব্যক্তিগত কারণ আছে। আমাদের মেয়েদের বয়স ২২-২৩ বছর। এই বয়সে বিয়ের চাপের কারণে তারা চলে যেতে পারে। অন্যরা দলে এসে তাদের শূন্যস্থান পূরণ করবে।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস