, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে প্রাণ গেল সেনা সদস্যের

  • আপলোড সময় : ১১-০৪-২০২৪ ০৫:০৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৪ ০৫:০৬:০০ অপরাহ্ন
পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে প্রাণ গেল সেনা সদস্যের
এবার লন্ড্রি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলিফ ইব্রাহীম অন্তর নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এই ঘটনা ঘটে।

এদিকে নিহত সেনা সদস্য ওই উপজেলার মনমথপুর ইউনিয়নের খোড়াখাই ভুড়িয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন তিনি। সর্বশেষ রামু ক্যান্টনমেন্ট থেকে তার পোস্টিং হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব)।

আগামী ১৮ এপ্রিল সেখানে যোগদানের কথা ছিল তার। তাই ছুটিতে বাড়িতে ঈদ করতে আসেন ওই সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে কাপড়ে পানি দেয়ার সময় বিদ্যুতায়িত হন অন্তর।

এ সময় তিনি মাটিতে পড়ে গেলে বৈদ্যুতিক সংযোগসহ লন্ড্রি মেশিনটি তার বুকে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান