সম্প্রতি বিসিসিআইয়ের একটি সুত্রের বরাত দিয়ে খবর বেড়িয়েছিল পাকিস্তানের দেওয়া ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে এশিয়া কাপ খেলতে রাজি ভারত। তবে নতুন খবর হচ্ছে পাকিস্তানের প্রস্তাবে রাজি নয় তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রবিবার এক মিটিংয়ে ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এদিকে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। পাকিস্তানের মাটিতে শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশ রাজি থাকলেও রাজি নয় ভারত। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করা হউক। তবে সে প্রস্তাবে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমনকি ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুমকি দিয়ে রেখেছে পিসিবি সভাপতি নাজাম শেঠি। তবে ভারত তাদের সিদ্ধান্তে অনঢ় দেখে কিছুটা নমণীয় হয়ে পাকিস্তান, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবও প্রত্যাখান করলো বিসিসিআই।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেটবোর্ডের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বিসিসিআই সচিব জয় শাহ। যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে এশিয়া কাপ আয়োজন নিয়ে দেখা দিল অনিশ্চয়তা।
এদিকে এশিয়া কাপে খেলবে মোট ছয়টি দল। ভারত, পাকিস্তান,শ্রীলংকা, আফগানিস্তান,বাংলাদেশ ও নেপাল খেলবে এবারের এশিয়া কাপে। এশিয়া কাপের জন্য ১ থেকে ১৭ সেপ্টেম্বর সময় বরাদ্দ করা আছে। তবে আদৌ এশিয়া কাপ আয়োজিত হবে কিনা বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে ধোঁয়াশা।