, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পড়াশোনার জন্য বকা দেওয়ায় গলায় ফাঁস নিলেন শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:৪১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:৪১:১৯ অপরাহ্ন
পড়াশোনার জন্য বকা দেওয়ায় গলায় ফাঁস নিলেন শিক্ষার্থী
রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য বকাঝকা করায় মা-বাবার সঙ্গে অভিমান করে মো. শাকিব (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৮ মে) দিনগত রাত ৩টার দিকে খিলগাঁও খালেক দারোগা গলি এলাকায় এ ঘটনা ঘটে। পটুয়াখালী সদর উপজেলার কিসমতকরন গ্রামের ঠিকাদার আব্দুর রহিমের ছেলে শাকিব। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ ভুইয়া পাড়া খালেক দারোগার গলির একটি বাসায় পরিবারের সাথে থাকতো সে। তিন ছেলের মধ্যে সে সবার বড়।

এদিকে নিহতের চাচা মো. সবুজ জানান, পড়াশোনার জন্য বাবা-মা বকাঝকা করলে শাকিল তার রুমে চলে যায়। এরপর সবাই ঘুমিয়ে যায়। কিন্তু সকালে তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে আচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোমবার (২৯ মে) সকাল ৮টায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পড়াশোনার জন্য বকাঝকা করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস