, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএল ফাইনাল, আজও বৃষ্টির শঙ্কা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:১৩:৫১ অপরাহ্ন
আইপিএল ফাইনাল, আজও বৃষ্টির শঙ্কা
গতকাল রবিবার ২৮ মে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ। তাই একই ভেন্যুতে আজ সোমবার ২৯ মে রাত ৮ টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। তবে আজও যদি বৃষ্টি হানা দেয়, ম্যাচ যদি না হয়, তা হলে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? এই প্রশ্নই এখন চেন্নাই ও গুজরাটের সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে।

মূলত নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হলে, অপেক্ষা করা হবে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এটাই খেলা শুরুর সর্বশেষ সময়। ১১টা ৫৬ মিনিটে বল মাঠে গড়ালে ম্যাচ হবে ৫ ওভারের। তবে যদি এই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হয়, তাহলে ট্রফি নির্ধারণ করা হবে সুপার ওভারে। আর সেটাও যদি অসম্ভব হয় তাহলে ফাইনাল ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।
 
ফাইনাল ম্যাচে এমনটা ঘটলে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে লিগ পর্বের ফলাফল অনুযায়ী। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট। তাই রিজার্ভ ডেও বৃষ্টিতে ধুয়ে গেলে পরপর দু’বার চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।

এর আগে গত ২০২২ সালের আইপিএল ফাইনাল হয়েছিল ২৯ মে। এ বার সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল ২৮ মে থাকলেও, তা বৃষ্টির কারণে পিছিয়েছে। ফলে পরপর দুই বছর একই দিনে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে গুজরাট টাইটান্সের সামনে। আর দু’ভাবে সেটা হতে পারে। এক, ফাইনালে চেন্নাইকে হারিয়ে। দুই, বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে।

এদিকে গতকাল রবিবার সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’