, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের কেরালায় ঈদ বুধবার

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৪ ০৯:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৪ ০৯:১৫:৪২ অপরাহ্ন
ভারতের কেরালায় ঈদ বুধবার
এবার অনেক দেশে এরই মধ্যে পবিত্র রমজান মাস শেষ হয়েছে। দেখে গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের তারিখ। এখনও দেশে দেশে চাঁদ দেখার জোর তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় এবার ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় চাঁদ দেখা গেলো।

মঙ্গলবার (৯ এপ্রিল) এই রাজ্যে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে উত্তর প্রদেশে চাঁদ দেখা যায়নি। ফলে এই রাজ্যের মুসলিমদের আরও একদিন তথা বুধবারও (১০ এপ্রিল) রোজা রাখতে হবে। পরদিন তথা বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। 
 
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। আগামী ১০ এপ্রিল (বুধবার) ঈদ উদযাপন করবেন দেশটির মুসলিমরা। এদিন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ঈদের তারিখ ঘোষণা করে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন।
 
এই দেশগুলোতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষদিন তথা শেষ রোজা। এসব দেশে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদুল ফিতরের তারিখ জানা গেছে। উত্তর আমেরিকার দেশ দুটিতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষ দিন।

সেই হিসেবে এ দেশ দুটি ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)। কানাডার মুসলিমদের সংগঠন মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা জানিয়েছে, কানাডার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। বুধবার (১০ এপ্রিল) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সংবাদ