, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঈদের আগে ফিরছেন না জিম্মি ২৩ নাবিক: নৌ প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৪ ০৯:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৪ ০৯:১১:১০ অপরাহ্ন
ঈদের আগে ফিরছেন না জিম্মি ২৩ নাবিক: নৌ প্রতিমন্ত্রী 
এবার সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিককে ঈদের আগে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (৯ এপ্রিল)  সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।  

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে তৎপরতা চলছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পারব। চেষ্টা করেছিলাম তাদের ঈদের আগে ফিরিয়ে আনতে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ‘নাবিকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ হচ্ছে। জলদস্যুরা কিছু একটা পাওয়ার জন্য জিম্মি করেছে নাবিকদের। কিন্তু তাদের কতো টাকা দিতে হবে এটা বলা যাচ্ছে না।’ 

এদিকে ঈদযাত্রা নিয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর কারণে ঈদে নৌযাত্রায় এবার কোনো ভোগান্তি নেই। তবে যাত্রীদের চাপ আছে। কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে।’ 

এর আগে গত ১২ মার্চ ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিলো সোমালিয়ার জলদস্যুরা। এখনো ওই নাবিকরা জিম্মি অবস্থাতেই রয়েছেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান