, শনিবার, ০৪ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আজ কলকাতার বিপক্ষে যেমন হতে পারে চেন্নাইয়ের একাদশ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ০২:৫৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০২:৫৬:১৫ অপরাহ্ন
আজ কলকাতার বিপক্ষে যেমন হতে পারে চেন্নাইয়ের একাদশ
চলমান আইপিএলে শুরুটা দারুণ হয়েছিল মুস্তাফিজের। চেন্নাইয়ের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচ খেলে ফিজের শিকার ৭ উইকেট। আইপিএলের মাঝপথেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন এই টাইগার পেসার। ইতোমধ্যেই পুনরায় চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ।  

আজ সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। কেকেআর এবারের আইপিএলে এখন পর্যন্ত অপরাজিত। আজ জিতলে লিগ তালিকায় শীর্ষে উঠে আসতে পারে তারা।

কিন্তু সামনে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা। স্পিন সহায়ক পিচে কলকাতাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চেন্নাই এবং কলকাতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সকলে। এখন পর্যন্ত ২৯ বার চেন্নাই এবং কলকাতা মুখোমুখি হয়েছে।

এর মধ্যে ১৮ বার জিতেছে চেন্নাই। নিজেদের মাঠে খেলা হওয়ায় কিছুটা সুবিধা অবশ্যই পাবে মুস্তাফিজের দল। চেন্নাইয়ের ১১ জন ক্রিকেটারের সঙ্গে দর্শকদের চাপও সামলাতে হবে কলকাতাকে। চেন্নাইয়ের ঘরের মাঠ বলে মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ।

তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করার কথা জানিয়েছেন চেন্নাই কোচ। টানা দুই ম্যাচ হারা চেন্নাইও চাইবে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে। সবমিলিয়ে, কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। 

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, ড্যারিয়েল মিচেল, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনী, দীপক চাহার, তুষার দেশপান্ডে, শার্দিল ঠাকুর, মুস্তাফিজুর রহমান