, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চেন্নাইয়ে ফিরলেন মুস্তাফিজ, আজ ফিরতে পারেন একাদশে

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন
চেন্নাইয়ে ফিরলেন মুস্তাফিজ, আজ ফিরতে পারেন একাদশে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সময়টা দারুণ কাটাচ্ছিলেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভিসার আবেদনের জন্য দেশে ফিরতে হয় তাকে। তাই চেন্নাই সুপার কিংসের হয়ে দলের প্রথম তিন ম্যাচ খেলেই গুরুত্বপূর্ণ কাজ সারতে ৫ দিন দেশে অবস্থান করেছেন তিনি। 

এদিকে ভিসার কাজ শেষে নিজের পাসপোর্ট ফিরে পেয়েই আইপিএল দলে যোগ দিতে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মুস্তাফিজ। রোববার (৭ এপ্রিল) আইপিএলের উদ্দেশ্যে দ্বিতীয় দফায় দেশ ছেড়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকাকে।  

এবারের আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে চেন্নাই। যেখানে প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পায় রুতুরাজ গায়কোয়াড়ের দল। তবে এরপরই ছন্দপতন। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিকে আইপিএলের প্রথম তিনি ম্যাচে খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সব দলের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপ তো পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ