গত ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে অভিযানে গত রাতে আরও চার সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের মধ্যে একজন স্কোয়াড কমান্ডারও রয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬০৪ ইসরায়েলি সেনা নিহত হলো।
এর মধ্যে ২৬ অক্টোবর থেকে স্থল অভিযান শুরুর পর নিহত হয়েছে ২৬৮ জন। এদিকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে তীব্র লড়াই চলছে। হামাসের কাসেম বিগ্রেডের দাবি, সেখানে এক অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
অপরদিকে গাজায় জিম্মি চুক্তির দাবিতে অন্তত এক লাখ মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হামাসের হাতে জিম্মি ইলাদ কাতজিরের মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধারের পর তেল আবিব ও অন্যান্য শহরেও বিক্ষোভ শুরু হয়।