এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ শনিবার ৬ এপ্রিল দুপুরে সচিবালয়ে ফ্লাইওভারগুলো উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী বলেন, গাড়ীর চাপ আছে তবে ঈদে যানজট হবে না। ঘরমুখো যাত্রীদের জন্য ঈদ উপহার হিসেবে ফ্লাইওভার খুলো দেয়া হচ্ছে বলেও জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, গত ঈদেও কোনো যানজট হয়নি। এবারও হবে না। এর আগে, গাজীপুরে সাতটা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে বান্দরবানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে। এটি নিয়ে পুরো পাহাড় অশান্ত হওয়ার সুযোগ নেই।