, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আল আকসা মসজিদে নামাজকালে মুসল্লিদের ওপর মুহুর্মুহু টিয়ারগ্যাস নিক্ষেপ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৪ ০৮:০৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৪ ০৮:০৩:৪৩ অপরাহ্ন
আল আকসা মসজিদে নামাজকালে মুসল্লিদের ওপর মুহুর্মুহু টিয়ারগ্যাস নিক্ষেপ
এবার পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের বাঁধা দেয়ার চেষ্টা করছে ইসরাইলি বাহিনী। এমনকি নামাজের সময় ফিলিস্তিনিদের ওপর টিয়ারগ্যাস ছুঁড়েছে ইসরাইলি বাহিনী। রমজানের শেষ আজ শুক্রবার (৫ এপ্রিল) জুমাতুল বিদা উপলক্ষে এদিন ভোর থেকেই আল আকসায় জড়ো হতে থাকেন ফিলিস্তিনের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম।

তবে মুসল্লিদের সাথে এমন বর্বর আচরণ করা হয়েছে। এছাড়া কয়েকজন মুসল্লিকে গ্রেফতারও করা হয়েছে।  মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, নামাজের পরপরই তাদেরকে মসজিদ থেকে চলে যেতে বলে দখলদার ইসরাইলি বাহিনী। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক জায়গায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন ফিলিস্তিনিরা।
 
মুসল্লিরা সরে না যাওয়ায় ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে ইসরাইলি বাহিনী। কয়েকজন মুসল্লিকে গ্রেফতারও করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সকালের ঘটনায় উত্তেজনা বাড়ার মধ্যেই জুমার নামাজ আদায় করতে মসজিদ প্রাঙ্গনে হাজির হন ফিলিস্তিনিরা। লক্ষাধিক ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে। 
 
তাদের নিরাপত্তায় মসজিদ প্রাঙ্গনে কয়েক হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর আগেও রমজান মাসে আল আকসায় অনেকবার মুসল্লিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরাইলি বাহিনী। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াফা এজেন্সি
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা