, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মাংস রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিলো স্বামী

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৪ ০৫:৩৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৪ ০৫:৩৮:০৯ অপরাহ্ন
মাংস রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিলো স্বামী
এবার মুরগির মাংস রান্নায় ঠিকমতো মশলা না দেয়ায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে নিচে ফেলে দিয়েছে পাষণ্ড স্বামী। আর স্ত্রীকে ফেলে দেয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছেন সিসি ক্যামেরায়। এ ঘটনায় সিসি ক্যামেরার রেকর্ডেট ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
 
এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোরের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ৩০ মার্চ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে এটি ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী ওই নারীর নাম মরিয়ম।

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মূলহোতা স্বামী শাহবাজ ও জড়িত অন্যদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে লাহোর পুলিশ জানিয়েছে, মরিয়মের স্বামী শাহবাজ, শাশুড়ি সায়মা এবং দেবর ওয়াইসিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ।
 
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়- একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের ওপর থেকে নিচের রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই নারী। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটিই সিসি ক্যামেরায় ধরা পড়ে।

জানা যায়, মুরগির মাংসে ঠিকমতো মশলা না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে। এরপর স্বামী, শাশুড়ি ও দেবর মিলে ওই নারীকে জানালা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন