, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দীর্ঘ ৩৮ বছর ধরে পথচারীদের নিয়ে ইফতার করেন তিনি 

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৪ ০৪:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৪ ০৪:৩৪:০৪ অপরাহ্ন
দীর্ঘ ৩৮ বছর ধরে পথচারীদের নিয়ে ইফতার করেন তিনি 
দীর্ঘ তিন দশক থেকে পরিবারের সঙ্গে ইফতার করেন না সৌদি আরবের এই ব্যক্তি। এর পরিবর্তে তিনি বাড়ির সামনেই গণইফতারের আয়োজন করেন। যেখানে পথচারীরা অংশ নিয়ে থাকেন।  

এদিকে সৌদি আরবের এই ব্যক্তি আব্দুল আজিজ আল কুলাইব সৌদি টেলিভিশন আল একবারিয়াকে বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি পশ্চিমাঞ্চলীয় রাজ্য জুবালি শহরে প্রতি বছর এভাবে গণইফতারের আয়োজন করে যাচ্ছেন। 

এ সময় আব্দুল আজিজ আল কুলাইব আরও বলেন, হিজরি ১৪০৭ সন থেকে তিনি তার সন্তানদের নিজ হাতে ইফতার খাওয়াচ্ছেন না। বরং তিনি পথচারীদের ইফতার করাতে ব্যস্ত থাকেন। 

এদিকে তার সন্তানরা বলছেন, বাবার এমন কাজে সহযোগিতা করতে পেরে আমরা খুশী। তিনি বহু বছর ধরে এই কাজটি করে আসছেন। পবিত্র রমজানে বিশ্বের মুসল্লিরা আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের জন্য সুবেহসাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন। 
 
পবিত্র রমজান মাসে অনেক সৌদিয়ান মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করে থাকেন। আগামী ৯ এপ্রিল পর্যন্ত অনেকে এ কাজটি করে থাকেন। কারণ এ মাসে কাউকে ইফতার করালে অধিক সওয়াব পাওয়া যায়। 

এদিকে সৌদি আরবের আরও এক ব্যক্তি দীর্ঘ ১৮ বছর ধরে পথচারী মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করছেন। ইব্রাহিম আল তুর্কি নামের ওই ব্যক্তি আল কাশিম রাজ্যের আনাইজা শহরে প্রতি বছর মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। সূত্র: গালফ নিউজ
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা