, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৪ ০৭:৪০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ০৭:৪০:২২ অপরাহ্ন
রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান
এখন বাংলাদেশি প্রবাসীরা ভিনদেশি এয়ারলাইন্সে যাতায়াত করায় দেশ প্রতি মাসে বড় অংকের রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী। বুধবার কুয়েতের আব্বাসিয়া বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। 

এদিকে আবু বক্কর সিদ্দিকী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর স্বার্থে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান জানান। বাংলাদেশ বিমানের এই কর্মকর্তা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে দরকার বৈদেশিক মুদ্রা (ডলার)।’ 

এ সময় কুয়েতে বাংলাদেশ বিমানে কান্ট্রিম্যানেজার বলেন, ‘বিমানের যাত্রীদের সেবার মান উন্নত হয়েছে। ঈদ মৌসুমে অন্যান্য ফ্লাইটে ভাড়া বাড়ালেও বাংলাদেশ বিমান ভাড়া বাড়ানো হয়নি। আগের স্বাভাবিক দাম রয়েছে।’ 

এদিকে বিমানের যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ–সুবিধা তুলে ধরতে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি, এজেন্ট ও শাখা অফিসগুলোকে আরও বেশি স্বোচ্চার হওয়ার আহ্বান জানান আবু বক্কর সিদ্দিকী। 
 
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন