, বুধবার, ০১ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কলকাতা থেকে ফেরার পথে মৈত্রী এক্সপ্রেসে প্রাণ গেল বাংলাদেশির

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৪ ০৭:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ০৭:৩২:১৮ অপরাহ্ন
কলকাতা থেকে ফেরার পথে মৈত্রী এক্সপ্রেসে প্রাণ গেল বাংলাদেশির
এবার বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসা করিয়ে আর ঘরে ফেরা হলো না। মৈত্রী এক্সপ্রেসে অসুস্থ হয়ে মারা গেছেন এক বাংলাদেশি। ভারতীয় রেল সূত্রের বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃত যাত্রীর নাম সেলিম মাহমুদ। তার বয়স ৬৫ বছর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

এদিকে রেল পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে চিকিৎসা করানোর জন্য কলকাতা আসেন ওই ব্যক্তি। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছিলেন। অভিবাসন দফতরের চেকিং শেষে ট্রেনে চড়েন। কিন্তু ট্রেনে চড়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। 
 
পরে তার বমি ও পায়খানা শুরু হয়ে। এরপর তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়া কথা ছিল। কিন্তু ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। ওই ব্যক্তির সঙ্গে ছিলেন শাহনাজ পান্না নামে তার এক আত্মীয়।
 
তিনি জানান, চিকিৎসা করিয়ে দেশে ফিরছিলেন সেলিম মাহমুদ। কিন্তু ট্রেনে উঠতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।
৫ মে থেকে সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

৫ মে থেকে সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস